ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৭, ২০২৩
ঝিনাইদহে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে গোলাম রসুল (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

রোববার (০৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলার গুড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত গোলাম রসুল কোটচাঁদপুর উপজেলার জগদাসপুর গ্রামে গোলাম মওলার ছেলে ও গুড়পাড়া গ্রামের দাখিল মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
 
স্থানীয় সংবাদকর্মী রাসেল হোসাইন জানান, সকাল ১১টার দিকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর থেকে বাড়ী ফিরছিল গোলাম রসুল। পথে ওই স্থানে পৌঁছালে বিপরীতগামী দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।

কোটচাঁদপুর থানার ওসি মইন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। এব্যপারে থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।