ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
শরীয়তপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

শরীয়তপুর: কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশে মোটরসাইকেলে করে ২০ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় লিটন মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।  

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে নরসিংহপুর ফেরিঘাটের ২ নম্বর ঘাট থেকে তাকে আটক করা হয়।

লিটন মোল্লা মাদারীপুর জেলার সদর থানার চরনোসনা গ্রামের মৃত মো. জাহিদ মোল্লার ছেলে।

সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আরও জানান, শরীয়তপুরের পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা কাকলি ফেরি থেকে লিটন মোল্লাকে গাঁজাসহ আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলের পেছনে দড়ি দিয়ে বেঁধে একটি ব্যাগের ভেতর পাঁচটি পোটলায় ২০ কেজি গাজা নিয়ে সে কুমিল্লার সাশন গাছা এলাকা থেকে মাদারীপুর যাচ্ছিল বলে স্বীকার করেছে।  

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।