ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
উল্লাপাড়ায় ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

বৃহস্পতিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী জেলার রাজপাড়া থানার মহিষবাধান উত্তরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সামিউল ইসলাম সজিব (২৬) ও একই জেলার কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মাজেদ মণ্ডলের ছেলে আলিফ হোসেন ওরফে আরিফ (৩২)।  

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, গোপন তথ্য পেয়ে ওই গোলচত্বর এলাকা থেকে মাদককারবারি সজিব ও আলিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩০০টি ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।