ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাত খেয়ে পানি পান করতেই প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
ভাত খেয়ে পানি পান করতেই
প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে ভাত খাওয়ার পর পানি পান করার সময় খাদ্যনালীতে পানি আটকে আইয়ুব সরকার ওরফে রতন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  
 
বুধবার (৩ মে) সকালে কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রতন ওই গ্রামের মৃত বাহাদুর সরকারের ছেলে। সে শ্যামপুর মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের বিল্ডিং মেইনটেইন্স টেড্রের ছাত্র হিসেবে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।  

হিসেবে উপজেলা সদর বিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলমান এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছিল বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল লতিফ।  

স্থানীয় সূত্রে জানা যায়, রতন সকালে ভাত খাওয়ার পর পানি পান করে। এসময় তার খাদ্যনালীতে পানি আটকে গেলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় স্বজনরা রতনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কাজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর তাসির উদ্দিন তাসু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।