ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাসের পেছনে পুলিশের গাড়ির ধাক্কা, এডিশনাল এসপিসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ১, ২০২৩
বাসের পেছনে পুলিশের গাড়ির ধাক্কা, এডিশনাল এসপিসহ আহত ৫

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের পেছনে পুলিশের গাড়ির ধাক্কায় খুলনার এডিশনাল এসপি মো. হামিদুর রহমানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।  

রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঝাটুকদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান হাফিজ, এসআই আইয়ুব হোসেন, কনস্টেবল রাকিব হোসেন, কনস্টেবল মো. ফয়সালসহ ৫ জন।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, খুলনার এডিশনাল এসপি (সার্কেল) মো. হামিদুর রহমান, একজন এসআই এবং ড্রাইভারসহ ৩ জন কনস্টেবল পুলিশের গাড়িতে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। পথে ঝাটুকদা এলাকায় পৌঁছালে খুলনাগামী ওয়েলকাম পরিবহনের সামনে একটি গাছ ভেঙে পড়ে। পরিবহনটি তখন হার্ড ব্রেক করলে পেছনে থাকা পুলিশের গাড়িটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই গাড়িতে থাকা সবাই আহত হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।