ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বাইকারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
বেলকুচিতে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই বাইকারের প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচির সূবর্ণসাড়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন (২৩) ও সিরাজগঞ্জ সদর থানাধীন সয়াধানগড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)।

এ ঘটনায় আহত শিশু মানিকের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সূবর্ণসাড়া তেল পাম্পের সামনে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই চালক নিহত হয়েছেন ও এক শিশু আহত হয়েছেন। নিহতদের মরদেহ বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।