ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির কাতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির কাতল পদ্মা নদীতে ধরা পড়া ১৬ কেজির বড় কাতল মাছটি

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া অংশে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ১৬ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় কাতল।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৬টার দিকে জেলে প্রভাত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

 

সকাল সাড়ে ৭টার দিকে কাতল মাছটি দৌলতদিয়া ঘাটের রওশনের আড়তে আনা হলে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১২শ টাকা দরে মোট ১৯ হাজার ৩২০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।  

শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বাংলানিউজকে বলেন, দুপুরে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ১২৫ টাকায় রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।