ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
মাদারীপুরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরে ট্রাকচাপায় ভবতোষ সরকার (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

 

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের আছমত আলী খান সেতুর ঢালে দুর্ঘটনাটি ঘটে।  
নিহত ভবতোষ ওই উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ণ সরকারের ছেলে।  

জানা গেছে, বিকেলে ভবতোষ তার আত্মীয় শিশির সরকার ও রিপন চক্রবর্তীর সঙ্গে মোটরসাইকেলে করে কালকিনি উপজেলার রাজারচর যাওয়ার জন্য বের হন। তাদের মোটরসাইকেলটি আছমত আলী খান ব্রিজ এলাকায় এলে পেছন থেকে আসা একটি বৈদ্যুতিক খুঁটি বাহনকারী লরি সজোরে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাকচাপায় ভবতোষ ঘটনাস্থলেই নিহত এবং শিশির ও রিপন গুরুতর আহত হন।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।