ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
শাহজাদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহজাদপুরে ক্যামব্রিয়ান স্কুলের সামনে যাত্রীবাহী বাসের চাপায়  সদরুল হক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করতেন।

মঙ্গলবার (২৫এপ্রিল) বিকেল ৪টার দিকেেএ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তারা দুজনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করেন। দুপুরে অফিস থেকে তারা মোটরসাইকেল যোগে ভাটারা এলাকায় ভারতীয় ভিসা সেন্টারে যান ভিসার জন্য। মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি (মমিনুর)। সেখান থেকে খিলগাঁওয়ের অফিসে ফিরছিলেন। সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় আসলে পেছন থেকে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যায় সদরুল। এসময় বাসটি তার ওপরে উঠে যায়। তিনি (সদরুল) নিজেও সামান্য আহত হন। পরে সদরুলকে দ্রুত উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে নিয়ে সেখানে মারা যায় সে।

স্ত্রীর ভাই মামুনুর রশীদ জানান, সদরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। বর্তমানে স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন এবং খিলগাঁও বিদ্যুৎ অফিসে ফিল্ড অফিসার পদে আউট সোর্সিংয়ের কাজ করতেন।

তিনি আরও জানান, গত দুই বছর আগে বোন মাকসুদার সঙ্গে সদরুলের বিয়ে হয়। ভারতে ঘুরতে ও চিকিৎসার জন্য স্ত্রীসহ ভিসার আবেদন করেছিলেন সদরুল। আজ ভিসা আনতে ইন্ডিয়া ভিসা সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে খিলগাঁও ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।