ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা এক্সপ্রেস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা এক্সপ্রেস’

ঢাকা: গত ১৬ এপ্রিল দুর্ঘটনার পরে নতুন আমদানিকৃত কোরিয়ান কোচের ভ্যাকুয়াম কাজ না করায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ১০টার সময় ট্রেনটি ঢাকা স্টেশন ছাড়ে।

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রেনটির  ভ্যাকুয়াম কাজ না করায় ছাড়তে দেরি করেছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর ভ্যাকুয়ামের সমস্যা নিরসন করে ট্রেনটি ১০টার সময় স্টেশন ছেড়েছে। এর আগে পঞ্চম ট্রিপ দিয়েছি নতুন কোরিয়ান কোচের রেকটি, ষষ্ঠ ট্রিপে এসে আটকে গেল।  

গত ১৬ এপ্রিল দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়।  

জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর আলম বলেন, সোনার বাংলা এক্সপ্রেসে এগুলো নতুন কোচ। আমাদের ইঞ্জিনিয়ারদের ট্রেনিং এখনও ঠিকভাবে হয়নি। আমরা আশা করবো এটি অল্প সময়ের মধ্যে ঢাকা ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, এ কোচে নতুন টেকনোলজি রয়েছে। আমাদের লোকজন যেসমস্ত যন্ত্রপাতি দিয়ে কাজ করে, এটিতে এগুলো ডিফারেন্ট। আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কোনো নতুন কিছু চললে প্রথমে অনেকগুলো সমস্যা বের হয়। এটি একমাস, দুইমাস চললে ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১০৩৫, এপ্রিল ২০, ২০২৩   
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।