ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত দামে ফ্যান বিক্রি, মাদারীপুরে ৪ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
অতিরিক্ত দামে ফ্যান বিক্রি, মাদারীপুরে ৪ দোকানিকে জরিমানা

মাদারীপুর: অতিরিক্ত মূল্যে ফ্যান বিক্রির দায়ে মাদারীপুরে চারটি ইলেকট্রনিক্স দোকানিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের পুরান বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

তিনি জানান, ‘প্রচণ্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এজন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। এ সুযোগে অসাধু কিছু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করছেন -ক্রেতাদের এমন অভিযোগে শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার, নিতু ইলেকট্রনিক্সকে ৫ হাজার, ঢাকা ইলেকট্রিককে ৮ হাজার ও জয় ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা বাবুল হোসেন ও মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।