ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেত লেকে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
খিলক্ষেত লেকে মিলল যুবকের মরদেহ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে একটি লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ বছর।

রোববার (১৬ এপ্রিল) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টা দিকে সংবাদ পাওয়া যায় খিলক্ষেত কুড়াতলী এলাকায় একটি পরিষ্কার পানির লেকে এক ব্যক্তির মরদেহ ভাসছে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, মরদেহের বিষয় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।