ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে ধর্ম প্রতিমন্ত্রীর নির্দেশনা

ঢাকা: হজযাত্রীদের সেবা নির্বিঘ্ন ও সহজ করতে নির্দেশনা দিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।  

তিনি বলেন, সরকারের আইনের প্রতি দৃষ্টি রেখে সেবা সহজ করতে হবে।

হজের ডিজিটাল সেবা নির্বিঘ্ন করতে হবে।  হজগামীদের যাতে কোনো কষ্ট না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেবা আরও সহজীকরণ করতে হবে।  

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ২৬ বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি অ্যাম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা জামাল আর হারবি ও হাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় হজ প্যাকেজের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট বৈশ্বিক কারণে হয়েছে বলে উল্লেখ করেন হাব-এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবগুলো এজেন্সিকে সেবাদান ও আচরণে নমনীয় থাকার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এমআইএইচ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।