ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পিকআপ ভ্যানচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
বগুড়ায় পিকআপ ভ্যানচাপায় স্কুলছাত্রী নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পিকআপ ভ্যানচাপায় মানসুরা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানসুরা মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের মুয়াজ্জেম হোসেনের মেয়ে ও মোকামতলা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মালাহার গ্রাম থেকে অটো ভ্যানে করে মোকামতলায় প্রাইভেট পড়তে যাচ্ছিল মানসুরা। পথিমধ্যে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান অটো ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় ঘাতক পিকআপ ভ্যানের চালক-হেলপারকে আটক করা যায়নি।  

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।