ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাসায়নিক দিয়ে পাকানো দেড় টন আম জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
রাসায়নিক দিয়ে পাকানো দেড় টন আম জব্দ 

সাতক্ষীরা: সাতক্ষীরার কা‌লিগ‌ঞ্জে ভেজাল‌ বি‌রোধী অ‌ভিযান চা‌লি‌য়ে রাসায়নিক দিয়ে পাকা‌নো দেড় টন আম জব্দ ক‌রা হ‌য়ে‌ছে।

রোববার (৯ এপ্রিল) রাত ১০টায় উপজেলার নলতা এলাকায় অভিযান চালি‌য়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র‍েট আজাহার আলী এসব আম জব্দ ক‌রেন।

এ সময় নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, এলাকাবাসী অপরিপক্ব আম রাসায়নিক দিয়ে পা‌কি‌য়ে ঢাকায় পাঠানো হচ্ছে ম‌র্মে খবর দি‌লে বিষয়‌টি সম্প‌র্কে নিশ্চিত হ‌য়ে প্রশাসন‌কে জানাই। প‌রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী অ‌ভিযান চা‌লি‌য়ে আমগু‌লো জব্দ ক‌রেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে তা ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখ‌নো বাজারজাতের সময় হয়‌নি। রাসায়নিক দিয়ে পাকানো এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আমগু‌লো জব্দ ক‌রে রাতে ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে আমগুলো ধ্বংস করার উ‌দ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।