ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় লিটন হত্যা মামলার হোতাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বগুড়ায় লিটন হত্যা মামলার হোতাসহ আটক ৪ নিহত লিটন শেখ -ফাইল ছবি

ঢাকা: বগুড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে লিটন হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. মোমিনসহ মোট চার আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত লিটন ছোট কুমিড়া পশ্চিমপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ চার আসামিকে আটকের বিষয়টি বাংলানিউজকেনিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়ায় মাদক কারবারকে কেন্দ্র করে লিটনকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোমিন ও তার সহযোগীরা। এরপর তারা দীর্ঘদিন ধরে পলাতক জীবন-যাপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাদের আটক করা হয়।

তিনি জানান, এ বিষয়ে  রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।