ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় পুলিশের গাড়ি থেকে ফিল্মি স্টাইলে পালালো চোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
পাবনায় পুলিশের গাড়ি থেকে ফিল্মি স্টাইলে পালালো চোর প্রতীকী ছবি

পাবনা: পাবনার বেড়া উপজেলায় পুলিশের গাড়ি থেকে হাত বাঁধা অবস্থায় লাফ দিয়ে সানোয়ার হোসেন (২২) নামে চুরির অভিযোগে আটক এক যুবক ফিল্মি স্টাইলে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত সানোয়ার হোসেন বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজারের পাশে মুজিব বাধ এলাকার আয়ুব আলীর ছেলে। তিনি ওই এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকুপের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে সানোয়ার ও শান্ত হোসেনকে (২০) নামে তার এক সহযোগী জনতার হাতে ধরা পড়েন। লোকজন তাদের বেড়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে স্থানীয় কিছু লোক তদ্বির করে শান্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। এ সময় পুলিশ সানোয়ারকে ভ্যানে ওঠায়। পরে গাড়ি থেকে ওই যুবক কৌশলে পালিয়ে যায়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বাংলানিউজকে জানান, সানোয়ার এলাকার চিহ্নিত চোর ও একাধিক মাদক মামলার আসামি। চুরি করা অবস্থায় তাকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে গাড়িতে তোলে। সেখান থেকে ফেরার পথে তিনি কৌশলে গড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় পুলিশসহ জনতা তাকে ধাওয়া করলে তিনি দ্রুত গিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়েন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।