ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ৪

মানিকগঞ্জ:  মানিকগঞ্জের দুটি উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই লাখ ৬০ হাজার টাকার হেরোইন ও ইয়াবাসহ ৪ কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

আটকরা হলেন-  সদর উপজেলার পূর্ব মিতরা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মো. সোলাইমান আলী (৩৫),গোলড়া চরখন্ড এলাকার মোঃ রসমত আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩০), সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকার মো. নুরুল হকের ছেলে আল ইসলাম (২৬),আরজান আলীর ছেলে মাসুদ রানা (৩০)।

বুধবার (৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।  

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়।  উদ্ধার মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ ৬০ হাজার টাকা।  এ বিষয়ে সদর ও সিংগাইর থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।