ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ত্রিদিপ চাকমা ওরফে শিমুল (৪২) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে দীঘিনালার দুর্গম কারবারি টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে।

নিহত ত্রিদিপ চাকমা উপজেলার কবাখালী এলাকার দেবেন্দ্র চাকমার ছেলে।

এদিকে এ ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ (প্রসীত) নেতারা। তারা জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ৭ জনের একটি দল দীঘিনালা সদর থেকে মোটরসাইকেল ও সিএনজিযোগে কারবারি টিলায় এসে ত্রিদিপ চাকমাকে (৪২) গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার জন্য ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করা হয়েছে।

তবে ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা বলেন, এই ঘটনায় আমরা কোনোভাবে জড়িত নই। এটি তাদের (ইউপিডিএফ-প্রসীত) অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের কারণে ঘটেছে।

এদিকে, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল অনেক দুর্গম। আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।