ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

এর আগে কাউন্টার টেররিজম ইউনিট নারায়ণগঞ্জের অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন কাঁচপুর কলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে আলী মোহাম্মদ (৪২) নামে উক্ত মাদক বিক্রেতাকে আটক করেছে।

তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।