ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১৭ কোটি মানুষ সম্পদে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
১৭ কোটি মানুষ সম্পদে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী: বাংলাদেশের সতেরো কোটি মানুষ আজ সম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শনিবার (১ এপ্রিল) রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া ইউনিয়নে পাচঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের জনসংখ্যাকে এক সময় বোঝা মনে করা হতো। আয়তনে ছোট একটি দেশ অথচ জনসংখ্যা অনেক বেশি। কিন্তু দেশের সতেরো কোটি মানুষ আজ মানবসম্পদে পরিণত হয়েছে। বর্তমানে যে অবস্থানে আমরা এসেছি এটা আমাদের কল্পনার বাইরে। আমরা কল্পনা না করলেও কোনো এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা করেছিলেন।

বাংলাদেশ ২০২৩ সালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করা তিনটি দেশের একটি হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, এখন আর মানুষের মধ্যে হাহাকার নেই। কারণ মানুষের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, আর এই ক্রয়ক্ষমতা শেখ হাসিনার মাধ্যমে তৈরি হয়েছে। যাদের ক্রয়ক্ষমতা নেই তাদের পাশে শেখ হাসিনা দাঁড়িয়েছেন। যেখানে সরকার পৌঁছাতে পারছে না, সেখানে নেতাকর্মী ও সমাজের স্বচ্ছলদের উৎসাহিত করা হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশে কোনো করোনা বা বিশ্বের কোথাও যুদ্ধ হয়নি, তারপরও দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী ছিল। বর্তমানে বৈশ্বিক মন্দা ও যুদ্ধ পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আর যারা কিনতে পারছে না সরকার তাদের সহায়তা করছে।

যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে দেশের একমাত্র নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনার বিকল্প নেই। তিনি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা বিরোধীদলের নেতারাও জানেন।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এসএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।