ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চুরি হওয়া ২৪ মুঠোফোন উদ্ধার করল রাঙামাটি পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
চুরি হওয়া ২৪ মুঠোফোন উদ্ধার করল রাঙামাটি পুলিশ

রাঙামাটি: রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ২৪টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।  

বুধবার (২৯মার্চ) সকালে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এমন তথ্য জানান

ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ডিসেম্বর মাসে ৩০টি, চলতি বছরের জানুয়ারি মাসে ২৫টি, ফেব্রুয়ারি মাসে ২৯টি এবং চলতি মাসে ২৪টি মুঠোফোনসহ মোট ১০৮টি হারানো মুঠোফোন উদ্ধার করে পুলিশ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে।  

উদ্ধার করা এসব মুঠোফোনের আনুমানিক মূল্য সাড়ে ২১ লাখ টাকা বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।