ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ঢামেকে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: নারায়ণগঞ্জের চিটাগাং রোডের মাদানী নগর দশতলা বিল্ডিংয়ের সামনে সড়ক দুর্ঘটনায় জাহিদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১২টার দিকে চিকিৎসক ঘোষণা করেন।

তবে চিকিৎসকরা বলছে, ঘটনার পর পরই সে মারা গেছে।

বুধবার (২৯ মার্চ) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের পরিবার হাসপাতালের নথিতে উল্লেখ করেছে, কাঁচপুর হাইওয়ে থানার আন্ডারে মাদানী নগর দশতলার সামনে সড়ক দুর্ঘটনায় জাহিদ আহত হয়ে হাসপাতালে মারা যায়। নিহতের স্ত্রী খাদিজা বেগম এ তথ্য জানান।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কোন যানবাহনের কারণে জাহিদ মারা গেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে বিষয়টি কাঁচপুরে হাইওয়ে পুলিশ অবগত।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।