ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল একজনের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল একজনের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কাজীপাড়া মৌলভী হাটি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল ওই এলকার হাবিবুর রহমানের ছেলে।

নিহতের ছেলে রুমেল মিয়া জানান, তার বাবা গত সোমবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হন। এরপর গভীর রাতে হয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরে বুধবার বেলা ১১টার দিকে বাসার পাশের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপর সেখানে গিয়ে মরদেহ সনাক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিত সিংহ জানান, নিহত রাসেলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরেহটি দুই দিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশে পচন ধরে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।