ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুরমা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
সুরমা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ নৌকা নিয়ে নিখোঁজ যুবকের সন্ধান করছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা

সিলেট: সুরমা নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্বীন ব্রিজ সংলগ্ন চাঁদনীঘাট সিঁড়ি দিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক।

ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত নগরের সুবিদবাজারের বাসিন্দা জাহেদ আহমদ বলেন, ঘটনার সময় ব্রিজের ওপর থেকে দেখি নদীর মাঝখানে একজন ডুবে যাচ্ছেন। দেখতে দেখতে লোকটি তলিয়ে যান। তাৎক্ষণিক জাতীয় পরিষেবা ‘৯৯৯’এ কল দিয়ে সহযোগিতা চাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরার নৌকা রিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গোসল করতে গিয়ে নদীর নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কিন্তু এখনো তাকে উদ্ধার সম্ভব হয়নি।     

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এনইউ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।