ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
নরসিংদীতে অস্ত্র-গুলিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

নরসিংদী: নরসিংদীতে অস্ত্র-গুলিসহ সনেট মিয়া (১৯) নামে ১৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সদর থানার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সনেট নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার (চৈতালপাড়া বকুলতলা) বাদল মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সনেটের অবস্থান নিশ্চিত হয়ে সদর থানার সাহেপ্রতাব এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও ডাকাতি, হত্যাসহ আরও ১৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।