ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল: নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২২ মার্চ) দুপুরে জেলার কালিয়া উপজেলার চাচুড়ি বাজার ও বারইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  

অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে অভিযানকালে সহযোগিতা করেন আনসার সদস্যরা।  

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স মায়ের দোয়া বেকারিকে ১৫ হাজার, মেসার্স শহিদুল স্টোরকে ১০ হাজার, মেসার্স ফরিদ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।  

সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।