ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
সাতক্ষীরায় আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু মমতাজ উদ্দীন -ফাইল ছবি

সাতক্ষীরা: আগুনে পুড়ে সাতক্ষীরার কলারোয়ায় মমতাজ উদ্দীন (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে।

নিহত মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়ির আঙিনা থেকে কিছুটা দূরে একটি বাঁশবাগানে শুকনো পাতা জড়ো করে তা নষ্ট করার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেন বাবা মমতাজ উদ্দীন। এসময় অসাবধনতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। জায়গাটি নির্জন হওয়ার তার চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই পুড়ে মারা যান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে কলারোয়া থানার উপ-পরিদর্শক ওসমান গনি জানান, নিহতের বয়স বেশি হওয়ায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।