ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতের নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতের নেতাকর্মী আটক

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানার মিরপুর-১ ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে বৈঠকের সময় জামায়াতে ইসলামের নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক জনকে আটক করেছে পুলিশ।

তবে আটকদের বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে মার্কেটটির ‘ফোর সি’ নামে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটকদের মধ্যে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। যারা বিভিন্ন মামলার আসামি। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জামিনুর রহমান জানান, মিরপুর-১ এর ক্যাপিটাল মার্কেটের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের বৈঠক চলছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে।

যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।