ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গতকাল শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়ি আসেন।

স্থানীয়রা জানান, চাঁদবা গ্রামের আকবার ধনীর মেয়ে রোমেনার সঙ্গে কিছু দিন আগে মানিকের বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে ছিল। শনিবার সকাল ১০টার
দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ কুমার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ