ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জয়বাংলা আর্ট ক্যাম্প উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ময়মনসিংহে জয়বাংলা আর্ট ক্যাম্প উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ময়মনসিংহ: আগামী ১১ মার্চ ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা চত্বরে এই 'জয়বাংলা আর্ট ক্যাম্প' উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করেছে ‘হাসুমণির পাঠশালা’।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ক্যাম্পটি উদ্বোধন করা হয়।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নকে হারিয়ে দিতে চায়, যারা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সেই অপচেষ্টাকে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, রাজনীতি আর সংস্কৃতি হাত ধরে চলে। একটি ছবির শক্তি অনেক। সংস্কৃতি অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায় সমাজ এবং রাষ্ট্রকে। দেশরত্ন শেখ হাসিনার হাতেই অন্ধকার দূর করে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে।  

এসময় হাসুমণির পাঠশালার সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ফরিদা জামানসহ অন্য শিল্পীরা উপস্থিত ছিলেন।  

মারুফা আক্তার পপি জানান, ‘জননেত্রীর ৪২ বছরের পথচলা, অভিলক্ষ্য উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনার ৪২ বছরের স্বপ্ন সাধনাকে শিল্পীর রং তুলি দিয়ে ক্যানভাসে তুলে ধরতেই এ আয়োজন। এ ক্যাম্পে ৪২ ফুট ক্যানভাসে আঁকা একটি চিত্রকর্ম প্রদর্শিত হবে প্রধানমন্ত্রীর জনসভাস্থল সার্কিট হাউজ মাঠে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।