ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বেসমেন্টে মিলল একজনের শরীরের অংশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বেসমেন্টে মিলল একজনের শরীরের অংশ

ঢাকা: গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেটের বেসমেন্টে একজনের শরীরের কিছু অংশ পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  

বেলা সাড়ে ১১টার দিকে বেসমেন্টের সামনের এক পাশে এই দেহাবশেষ পাওয়া যায়।

 

বৃহস্পতিবার(৯ মার্চ) ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ আনোয়ারুল হক এ তথ্য জানিয়েছেন।  

আনোয়ারুল হক বলেন, মৃতের কিছু নাড়ি-ভুড়ি পাওয়া গেছে। আমরা পলিথিনে রেখেছি সেগুলো। আশাকরি, রেসকিউরা পেয়ে যাবে। এখন পর্যন্ত একজন মিসিংয়ের খবর পাওয়া গেছে।  

সকাল থেকেই উদ্ধার অভিযান যথারীতি চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  

তিনি বলেন, আমরা এসে দেখি বেসমেন্টে ৩ থেকে ৪ ফিট পানি জমে গেছে। পরবর্তীতে পাম্প দিয়ে পানি অপসারণ শুরু করি। উদ্ধারকারীরা বেসমেন্টের ভেতরে ঢুকেছে, সেখানে ভিক্টিম থাকার সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, এখানে মৃতদেহ থাকার সম্ভাবনা রয়েছে। নিখোঁজের আত্মীয়-স্বজনদের দেওয়া তথ্য মতে, যেখানে ভিক্টিম বসতেন (দোকানে), সেই জায়গাতেই উদ্ধারকারীদের প্রবেশ করেছে। উদ্ধারকারীরা ম্যানুয়ালি অপসারণ করছে, সেখানে অবজেক্ট (দেহাবশেষ) আছে।  

তিনি আরও বলেন,  উদ্ধার অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে পারছি না। ছোট ছোট জিনিস আস্তে আস্তে অপসারণ করার চেষ্টা করছি।  

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মার্চ ৯ , ২০২৩
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।