ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
রংপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

রংপুর: রংপুরে ট্রেনের ধাক্কায় রুম্পা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম।

 

এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মণ্ডলপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।  

নিহত রুম্পা নগরী মণ্ডলপাড়ার জিহাদ হোসেনের স্ত্রী।  

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রেল লাইনের ওপরে ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন রুম্পা। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন রুম্পা। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।