ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের কান্না-আর্তনাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের কান্না-আর্তনাদ

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে)। জানা গেছে, ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৪০ ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৪ জনের।

সরেজমিনে ঢামেকে গিয়ে অস্থির পরিস্থিতি লক্ষ্য করা গেছে। হতাহতদের স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে গেছে চারপাশ। চিকিৎসক-নার্স ও ঢামেক সংশ্লিষ্টরাও ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকেই আহতরা একে একে হাসপাতালে আসতে শুরু করেন।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে কাজ করছে।

বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানেটারি দোকান ও বাকি ৪টি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার উপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চারজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।