ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় মৃত্যু শূন্য সারা দেশে ছয় জন আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
করোনায় মৃত্যু শূন্য সারা দেশে ছয় জন আক্রান্ত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয়জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২০ জন।

সোমবার (৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হন ২০ লাখ ৩৭ হাজার ৮৭১ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৩৬টি। পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮৩৭টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৩ লাখ ১৬ হাজার ১৩০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেটেড হন একজন, ছাড়পত্র নিয়েছেন আটজন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ২০৮ জন। ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৯২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৮৫ জন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।