ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত ৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত ৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  

সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা নার্গিস।

এর আগে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী।

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মৃত তিনজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম রয়েছে। তবে তাদের শরীরের কোথাও দগ্ধ হয়নি। ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ শরীরের ওপর পড়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১), রাজবাড়ী সদর উপজেলার ধুলদি গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গি কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আব্দুল মান্নান (৬৩)।

মৃত সাদিকুরের ভাই সফিকুর রহমান জানান, সবুজবাগ বাসাবো কদমতলা এলাকায় থাকতেন সাদিকুর। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় নিউ জেনারেশন কোম্পানির এইচআর অ্যাডমিনে কর্মরত ছিলেন তিনি।

মৃত মান্নানের স্ত্রী সাহিদা বেগম জানান, তারা লালবাগ পোস্তা ইয়াছিন ব্যাপারির গলিতে থাকেন। তার স্বামী নিউ জেনারেশন কোম্পানির পিয়নের কাজ করতেন।

মৃত সফিকুজ্জামানের বড় ভাই মহিউদ্দিন জানান, তার ভাই সাভারের গেন্ডা এলাকায় থাকতেন। নিউ জেনারেশন কোম্পানির কম্পিউটার অপারেটরের কাজ করতেন।

ঢামেক হাসপাতালের মর্গ সহকারী সেকান্দার জানান, তিনজনেরই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।