ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
ঝালকাঠিতে ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে এম এম ব্রিক্স নামে একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

শুক্রবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার গৌরিপাশায় অবস্থিত এ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন  নিভিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ হাওলাদার জানান, এ ধরনের অভিযান আরও পরিচালনা করা উচিত। তারা কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ফসলি জমি কেটে ইট তৈরি করেন। এছাড়া তারা অনেকে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করেন।

এ ব্যাপারে এম এম ব্রিক্সের মালিক আমিন হোসেন বলেন, আমাদের সব কাগজপত্র আছে। এখানে কোনো অনিয়ম হয়নি। তারপরেও ঠুনকো অজুহাতে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।