ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে হোস্টেলে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
সিলেটে হোস্টেলে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ শর্মী রানী নাথ: ফাইল ফটো

সিলেট: সিলেট নগরে হোস্টেল থেকে শর্মী রানী নাথ (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল ৬ তলা ভবনের ২য় তলায় শয়ন কক্ষে সিলিং ফ্যানের রডের রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত শর্মী রানী নাথ সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের সতেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। নগরের টিলাগড় এলাকায় নারী হোস্টেলের ২য় তলায় বছর খানেক ধরে ভাড়া থাকতেন তিনি।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ওই কক্ষে শর্মীসহ ২ ছাত্রী থাকতেন। তার সহপাঠি বাড়িতে চলে যান। একা কক্ষে ভেতর থেকে দরজা লাগানো ছিল। হোস্টেলের আরেক ছাত্রী জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করেন। ওই কক্ষে সিলিং ফ্যানের রডের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহের পাশে ১০টি ঘুমের ট্যাবলেট পাওয়া গেছে এবং বিছানার উপর একটি টেবিলও রাখা ছিল। যে টেবিলে ওঠে গলায় দড়ি দেওয়া হয়।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে একটি ছেলের সঙ্গে থাকা সম্পর্কের বিষয়টি সামনে রেখে প্রাথমিক তদন্ত চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘন্টা, মার্চ ০২, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।