ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাকচাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

মোজাম্মেলের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে। তিনি সিলেটের ওসমীনগর উপজেলার তাজপুরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেকারির খাদ্যপণ্য বিক্রয় করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজির বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সিলেটের মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, মোজাম্মেল নামে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।