ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জেল থেকে ফিরেই খুন হলেন মাদক বিক্রেতা সোনা মিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
জেল থেকে ফিরেই খুন হলেন মাদক বিক্রেতা সোনা মিয়া

কিশোরগঞ্জ: জেল থেকে ফিরেই হত্যার শিকার হয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সোনা মিয়া নামে এক মাদক বিক্রেতা।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কমলপুর-নিউটাউন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত সোনা মিয়া উপজেলার কমলপুর-নিউটাউন এলাকার বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন সোনা মিয়া। এরপর রাতে সহযোগী শামীম মিয়ার সঙ্গে ঘুরতে যান তিনি। বুধবার সকালে কমলপুর-নিউটাউন এলাকার একটি বাড়িতে রক্তাক্ত অবস্থায় সোনা মিয়া পড়ে ছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের দাবি, সোনা মিয়াকে হত্যা করা হয়েছে। এর বিচার দাবি করেছেন তারা।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।