ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
নগরকান্দায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় মিম আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাংগি ইউনিয়নের বাশাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিম বাশাগাড়ী গ্রামের উজ্জ্বল শিকদারের মেয়ে। সে শ্রীঙাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মিম নিজ বাড়ি থেকে রেল লাইনে পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। এ সময় ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়।  

মিমের বাবা উজ্জল শিকদার বলেন, মিম বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। রেল লাইনের পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় আমার মেয়ের এমন মর্মান্তিক অপমৃত্যু হলো।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি যেহেতু রেলের তাই এ ঘটনার সব প্রক্রিয়া রেল পুলিশের।

এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।