ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ সুমন মিয়া নামের (৩৫) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল রোডের খান আবাসিক হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক সুমন মিয়া কুমিল্লা জেলার বি-বাড়িয়া সদর থানার দক্ষিণ পৈরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান হোটেলের সামনে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।  

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে সে দীর্ঘ দিন যাবত আইনের ছোখ সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে নেশাজাতীয় গাঁজা সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।