ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
নারায়ণগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মো. আলী নুর (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর এএসপি মো. মোশারফ হোসেন।

 

তিনি জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭৩ পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজাসহ মো. আলী নুরকে (৪৫) আটক করেছে র‍্যাব। তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়ার মো. শমসের আলীর ছেলে। আটক আসামি মো. আলী নুরের বিরুদ্ধে ইতোপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।