ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
তুরস্কে আরও ৪ মরদেহ উদ্ধার করল বাংলাদেশি দল

ঢাকা: তুরস্কে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশের উদ্ধারকারী দল আরও চার জনের মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাতে তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে চার জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকর্মীরা এ নিয়ে সর্বমোট ২০ জনকে উদ্ধার করে। এদের মধ্যে জীবিত একজন ছিলেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৮ ঘণ্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছেন বাবা-মা ও তাদের দুই সন্তান। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গতকালের উদ্ধারকাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারীরাও অংশগ্রহণ করে।

তুরস্কে থেকে উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান এসব তথ্য ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।