ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন

ঢাকা: বাংলাদেশ ও ফ্রান্স স্মারক ডাকটিকিট জারি করে তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। ঢাকা ও প্যারিসে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা প্যারিসে ডাকটিকিট অবমুক্ত করেন।

বাংলাদেশ ও ফ্রান্স ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সে বছর ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।