ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বসন্তবরণ উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
মাগুরায় বসন্তবরণ উৎসব

মাগুরা: মাগুরায় বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টগর, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান ও নৃত্যু পরিবেশন করেন। এ সময় মাগুরা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নাসের বেগও সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।