ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকায়

সিলেট: বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে মেরামত কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
 
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।


 
রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১’র নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  
 
বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আবাসিক এলাকা, হোসনাবাদ আবাসিক এলাকা, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ ও টিবিগেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিডিবি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এনইউ/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।