ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই ফাইল ফটো

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল  হোসেন (৩৫) কুপিয়ে বড় ভাই মো. কবির  মিয়াকে (৬৭) হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মো. কবির মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পেছনের ডুবায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথায় কোপ মারে। কোপের আঘাতে মো. কবির মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

ধর্মপাশা  থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক । তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।