ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
মধুখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে তাপস সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাপস পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তপন সরকারের ছেলে। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন।  

জানা গেছে, বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাপস নিহত হন।  

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।