ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাবার হাত থেকে ছুটে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
বাবার হাত থেকে ছুটে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: স্কুলে যাওবার জন্য বাবার হাত থেকে ছুটে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সিফাত রহমান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার পুরাতন বগুড়া সড়কের বাহিরগোলা পাঠশালা স্কুলের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত সিফাত রহমান সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ্ জানান, বাবার সঙ্গে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল সিফাত। স্কুলের কাছে পৌঁছে অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন বাবা আব্দুল আল মামুন। এ সময় বাবার কাছে থেকে ছুটে দৌঁড়ে রাস্তা পার হওয়ার চেস্টা করে সিফাত। তখন কাঠেরপুল থেকে শহরগামী একটি অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।